জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৭:০১ পিএম

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে শনিবার (২৪ ডিসেম্বর) একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে আটজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে ছিল বলে জানা গেছে। এ সময় আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জরুরি পরিষেবা দপ্তরগুলো এ তথ্য জানিয়েছে।

জরুরি পরিষেবা দপ্তরগুলো থেকে জানা যায়, বিস্ফোরণের কারণে সেখানকার তাম্বো মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের ছাদ ভেঙে পড়েছে। এ ছাড়া দুটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণের সময় সেখানকার পথচারীরাও আহত হয়েছে।

দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যানটলাদি বলেছেন, একটি সেতুর নিচে থাকা অবস্থায় ট্যাংকারটিতে আগুন লেগেছিল। এ ঘটনার তদন্ত চলছে। সূত্র : রয়টার্স

টিএইচ