রাশিয়ার এঙ্গেলস অঞ্চলের একটি বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে ইউক্রেনের এই ড্রোন হামলায় রাশিয়ার তিনজন সামরিক কর্মী নিহত হয়েছেন।
ইউক্রেনীয় ড্রোনটিকে রুশ বিমান প্রতিরক্ষা প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। তবে রাতের বেলা ধ্বংসাবশেষ উপর থেকে পড়ে হতাহতের ঘটনাটি ঘটেছে।
বিবিসি জানিয়েছে, এর আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী ভিডিও পোস্ট করেছেন। ওইসব ভিডিওতে এঙ্গেলস এয়ারফিল্ডে বিস্ফোরণ এবং সাইরেনের মতো শব্দ শোনা গেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এজেন্সি তাসের খবরে জানা গেছে, মস্কোর স্থানীয় সময় সোমবার ১টা ৩৫ এর দিকে এঙ্গেলস সামরিক বিমান ঘাঁটির কাছ দিয়ে একটি ইউক্রেনীয় ড্রোন উড়ে যাওয়ার সময় গুলি করা হয়েছে। রুশ সামরিক কর্মী নিহতের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি মস্কো। সূত্র: খবর বিবিসি
এবি