এক সন্তান নীতির প্রভাব

৬ দশক পর কমলো চীনের জনসংখ্যা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৯:৩৪ পিএম

১৯৬১ সালের দুর্ভিক্ষের পর এই প্রথম চীনের জনসংখ্যা কমেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশটির জনসংখ্যা ৮ লাখ ৫০ হাজার কমেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস  থেকে এ তথ্য জানা যায় ।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল শেষে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে।  ৯৫ লাখ ৬০ হাজার মানুষের জন্মের বিপরীতে দেশটিতে মারা গেছেন প্রায় ১ কোটি ৪ লাখ মানুষ।

এনবিএসের হিসেবে, চীনে এখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। প্রায় ৭২ কোটি পুরুষের বিপরীতে রয়েছেন ৬৯ কোটি নারী। দেশটির এক সন্তান নীতির কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালে এই নীতি তুলে নেবার পর অনেক পরিবার তিনটি করে সন্তান নেবার পরও জনসংখ্যা কমার প্রবণতা কমছে না। এছাড়া চীনে সন্তান পালনের খরচ বেড়ে যাওয়াও একটি কারণ বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের হিসেবে, ২০৫০ সাল নাগাদ চীনের জনসংখ্যা ১০ কোটি ৯ লাখের মত কমে যাবে। আর শিগগিরই ভারত আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। এরই মধ্যে তাদের জনসংখ্যা ১৪০ কোটিতে পৌঁছেছে বলে বিভিন্ন হিসেবে দেখা গেছে।

এআরএস