স্কটল্যান্ডের সরকার প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:০১ পিএম

সরকারপ্রধান হিসেবে আট বছর দায়িত্ব পালনের পর স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোল স্টাহজন পদত্যাগ করেছেন।

আল জাজিরার খবর অনুসারে, নিকোল স্টাহজন স্কটল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা ছিলেন ২০১৪ সাল থেকে। ওই সময় দেশটির স্বাধীনতা প্রশ্নে গণভোট নিয়ে তোড়জোড় চলছিল। অঞ্চলের ৫৫ শতাংশ মানুষ যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত থাকার পক্ষে ভোট দেয়।

পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলনে নিকোল স্টাহজন বলেন, ‘গভীর এবং দীর্ঘমেয়াদি মূল্যায়ন থেকে তার পদত্যাগের এই সিদ্ধান্ত এসেছে। এটা আকস্মিক মনে হতে পারে সেটা আমি জানি, তবে এটা নিয়ে আমি লড়াই করেছি। কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে দোদুল্যমান ছিলেন বলেও জানান তিনি।’

তবে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার থাকবেন। নিকোল স্টাহজনের শাসনামালে তার দল ২০১৫ সালে যুক্তরাজ্যের নির্বাচনে ব্যাপক সফলতা পায়। ৫৯ আসনের মধ্যে এসএনপি পায় ৫৬ আসন। এর মাধ্যমে এটা ব্রিটেনের তৃতীয় বৃহত্তম দলের মর্যাদা পায়।  

এবি