‘চলতি বছরই দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৮:৫০ পিএম

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধের বছরপূর্তি সামনে রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলতি বছরই সারমাট পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। খবর আল-জাজিরা।

পুতিন বলেন, এই ক্ষেপণাস্ত্র শত্রুদের দ্বিতীবার ভাবতে বাধ্য করবে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই রুশ ক্ষেপণাস্ত্র ১৮ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

২০১৮ সালে আরএস-২৮ নামের সারমাট ক্ষেপণাস্ত্রের কথা জানান পুতিন। এটি সাতান-২ এর অনুকরণে তৈরি করা হয়েছে বলে মনে করেন পশ্চিমা বিশেষজ্ঞরা। গত বছরই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ছিল।

এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন সফরের আগে সারমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তবে সে পরীক্ষা ব্যর্থ হয়।

এদিকে দু’দেশের মধ্যকার এই সংঘাতের নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে।

এআরএস