ঈদুল ফিতর কবে হতে পারে জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০৭:৫১ পিএম

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। এমনটি জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদরা।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২২ মার্চ কিছু আরব দেশে চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ২৩ মার্চ থেকে আরব বিশ্বের কিছু দেশে পবিত্র রোজা শুরু হবে। এবার ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।  

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ বিভাগ জানিয়েছে, ২৩ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হলে ২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার পবিত্র ঈদুল ফিতর
হবে শুক্রবার।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে ২৩ মার্চ থেকে রোজা শুরু হলে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে রোজা শুরু হবে ২৪ মার্চ থেকে।

এবি