দুবাইয়ে পলাতক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে আটক করার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার গ্রেপ্তাতার বা আটকের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এরআগে আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল।
ইন্টারপোলের রোড নোটিশ জারির পরই দুবাই পুলিশের একটি দল সোমবার রাতে দুবাইয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য এসেছে।
এদিকে পুলিশ সূত্র বলছে, আরাভকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দপ্তরের একটি যৌথ দল দুবাই যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। আগামী দু-একদিনের মধ্যেই তারা দুবাই যেতে পারেন।
পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার রাজিব আল মাসুদ এর আগে জানিয়েছিলেন, রবিউল ওরফে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে।
এআরএস