ভারতে বিস্ফোরণে পুলিশসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৫:৫৯ পিএম

ভারতের ছত্তিশগড়ে আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরেণ পুলিশের ১০ সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাজ্যের দান্তেওয়াড়ার আরনপুর থানা এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণস্থল ছত্তিশগড়ের রাজধানী থেকে ৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত। খবর এনডিটিভি।

ছত্তিশগড়ের পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মাওবাদী-বিরোধী একটি অভিযানের পর মিনি-ট্রাকে করে ফিরছিল রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটে। এতে ১০ পুলিশ সদস্য ও তাদের গাড়িচালক নিহত হন।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দান্তেওয়াড়ার আরনপুরে মাওবাদীদের আনাগোনার খবর পেয়ে সেখানে অভিযানে যায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। সেই দলের ওপর আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১০ ডিআরজি সদস্য এবং এক চালকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরএস