প্রতিরোধ উপেক্ষা করে মণিপুর পৌঁছালেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৬:১২ পিএম

সড়কপথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকে দিয়েছিলো মণিপুর সরকার। ইমফলের বিমানবন্দরে নেমে চূড়াচন্দ্রপুর যাওয়ার পথে তার গাড়ি আটকে মণিপুর ঢোকা বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু, কংগ্রেস নেতা অপ্রতিরোধ্য।  

তিনি মণিপুরে ঢুকলেনই, তবে সড়কপথে নয়, আকাশ পথে।  চপার ভাড়া করে রাহুল গান্ধী মণিপুরের মাটিতে নেমেছেন। চূড়াচন্দ্রপুরের ত্রাণ শিবিরে বক্তব্যও রেখেছেন।  

শুক্রবার ঘুরছেন মণিপুরের দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলগুলিতে। এন্ট্রি পয়েন্টে রাহুল গান্ধীকে আটকাতে না পেরে এখন প্রশাসন হাত কামড়াচ্ছে। রাহুল চূড়াচন্দ্রপুরে আশ্বাস দিয়ে এসেছেন যে দিল্লি ফিরে তিনি মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সমস্যার কথা তুলে ধরবেন।

ত্রাণ শিবিরের মানুষজন রাহুলের কথায় আশ্বস্ত৷ তারা বলছে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এখানে আসার সময় পেলেন না।

এদিকে অশান্ত মণিপুরে রাহুলের আসার দিনেও বৃহস্পতিবার রাতে দু‍‍`জন নিহত হয়েছে জাতিদাঙ্গায়।  ফৌজি টহলের মাঝখানেই এই ঘটনা ঘটেছে।  মণিপুরে এখনও কারফিউ চলছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।

এইচআর