ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৪ জুলাই) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসনকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। যেখানে অত্যধিক ও নির্বিচারে বল প্রয়োগের ফলে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর মৌলিক নাগরিক আচরণ, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তির বারবার লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলার অবসান এবং মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনি জনগণের নিরঙ্কুশ অধিকারের প্রতি দৃঢ়ভাবে সমর্থন করে বাংলাদেশ।
ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধু সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব হবে। একই সঙ্গে এই লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এইচআর