সূর্যজয়ে যাত্রা করলো ভারতীয় নভোযান আদিত্য-এল ১

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ১২:৫১ পিএম

সূর্যের কক্ষপথে পরিভ্রমণ ও এ সংক্রান্ত তথ্যের জন্য রওনা দিয়েছে ভারতীয় নভোযান আদিত্য-এল ১।

শনিবার (২ আগস্ট) স্থানীয় সময় বেলা ১২টার দিকে দেশটির অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা শহরের লঞ্চপ্যাড থেকে নভোযানটি উৎক্ষেপণ করা হয়।  

সূর্যে অভিযান চালাতে প্রথমবারের মতো ভারত এই মহাকাশযান পাঠিয়েছে। 

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, আদিত্য-এল১ নামের মহাকাশযানটি পিএসএলভি এক্সএল সি-৫৭ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। এই রকেট আদিত্য-এল১-কে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ (এল–১) পৌঁছে দেবে। সেখান থেকেই গবেষণার তথ্য সংগ্রহ করবে মহাকাশযানটি, পৃথিবী থেকে যার দূরত্ব প্রায় ১৫ লাখ কিলোমিটার।

সূর্য নিয়ে গবেষণায় এটিই হবে ইসরোর প্রথম অভিযান।

এআরএস