বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনা ছাড়া ইসরায়েলকে রাফায় হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলার পরও সেখানে ব্যাপক হামলা চালিয়েছে দেশটি।
এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ইসরায়েলের এ হামলায় ৩৭ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। হঠাৎ করে এ আক্রমণে রাফা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাফায় ইসরায়েল তাদের স্থল হামলা শুরু করে দিয়েছে বলে আশঙ্কা করছেন অনেকে।
রাফার বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, হামলা যখন শুরু হল তখন অনেকেই ঘুমিয়ে ছিলেন। হামলায় ইসরায়েলি জঙ্গি বিমান, ট্যাংক ও যুদ্ধজাহাজ অংশ নেয়। ব্যাপক বোমা ও গোলা বর্ষণে দু’টি মসজিদ ও বেশ কয়েকটি বাড়ি গুড়িয়ে যায়।
একই দিন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে তারা ‘পরপর বেশ কয়েকবার’ হামলা চালিয়েছে আর এখন সেটি ‘শেষ হয়েছে’; কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
তারও আগে গাজার কোনো শহরে হামলা চালানোর আগে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী।
বিআরইউ