বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে চলছে আজ জাতীয় নির্বাচন। বিশ্বের সবচেয়ে একদিনের বড় নির্বাচন এটি। প্রায় ২০ কোটি ৪০ লাখ ভোটার নতুন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে ভোট গ্রহণ শেষ করবে নির্বাচন কমিশন। তিন টাইম জোনে ভোটগ্রহণ চলছে দেশটিতে। এদিনই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে। তবে জাকার্তা ও জাভার কিছু অংশে ভারী বৃষ্টি হওয়ায় ফল ঘোষণায় কিছুটা দেরি ও হতে পারে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের সদস্য নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে স্থানীয় সময় দুপুর একটা পর্যন্ত। প্রেসিডেন্ট জোকো উইদোদোর উত্তরসূরি বাছাই করবেন ২০ কোটির বেশি ভোটার। সকালে জাকার্তার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান উইদোদো। প্রেসিডেন্ট পদে লড়াইকারী প্রাবো সুবাইন্তো, গাঞ্জার প্রানো ও অ্যানিস বাসবেদানও দিয়েছেন নিজেদের ভোট।
উল্লেখ্য, ১৭ হাজার দ্বীপের দেশটিতে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফায় গড়াবে নির্বাচন। আগামী জুনে রান অফে লড়বেন সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে ৭২ বছর বয়সী প্রাবো প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয়বারের মতো লড়ছেন।
বিআরইউ