পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে পিএমএল-এন এর প্রার্থী শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়বেন পিটিআইয়ের ওমর আইয়ুব খান।
রোববার (৩ মার্চ) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, তাদের মনোনয়নপত্র অনুমোদন করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে যেকোনো প্রার্থীকে ৩৩৬ আসনের পরিষদে কমপক্ষে ১৬৯ ভোট পেতে হবে।
পাকিস্তানের স্থানীয় সময় আজ সকাল ১১ টায় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনের সভাপতিত্ব করবেন সদ্য নির্বাচিত জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
নির্বাচনের আগে পাঁচ মিনিটের জন্য পাকিস্তান জাতীয় পরিষদে ঘণ্টা বাজবে। সকল পরিষদ সদস্যদের সমাবেশে জড়ো করার উদ্দেশ্যে এই ঘণ্টা বাজানো হবে। পাঁচ মিনিট পর পরিষদের সব দরজা বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কাউকে ভেতরে আসতে বা বের হতে দেওয়া হবে না।
এরপর স্পিকার প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম পড়ে শোনাবেন এবং তারপর নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করবেন।
সাত দলের জোটের মনোনীত প্রার্থী শাহবাজ শরীফের প্রতিদ্বন্দ্বী হবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী ওমর আইয়ুব খান, যিনি পিটিআইয়ের সাধারণ সম্পাদকও নির্বাচিত হতে যাচ্ছেন।
বিআরইউ