জার্মানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৭:৪৬ পিএম

জার্মানির বার্লিন থেকে জুরিখের যাওয়ার পথে একটি বাস বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগের কাছে এ-৯ হাইওয়েতে বাসটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমে ডয়েচে ভেলে।

বুধবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকাল পৌনে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্ব জার্মানির রাজ্য স্যাক্সনির পুলিশ জানিয়েছে, বুধবার জার্মান শহর লাইপজিগের কাছে একটি আন্তঃনগর বাস দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছে। বাসটি বার্লিন থেকে জুরিখের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

উদ্ধারকারী হেলিকপ্টার এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে ওই ঘটনার পর বার্লিন এবং মিউনিখকে সংযুক্তকারী ওই রাস্তাটি উভয় দিকেই বন্ধ রয়েছে।

স্যাক্সনির পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, বাসটিতে মোট ৫৩ যাত্রী এবং দুইজন ড্রাইভার ছিল। দুর্ঘটনায় বেশ কিছু লোক মারাত্মকভাবে আহত হয়েছে। সেখানে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে, কী কারণে কোচটি হাইওয়ে থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে তা এখনো জানা যায়নি।

তবে বাস কতৃপক্ষ বলছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে স্থানীয় ও জরুরি পরিষেবাগুলির সাথে কাজ করছে৷

আরএস