ইসরাইলি হামলায় নিহত রেড ক্রিসেন্টের ২৬ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৩:০১ পিএম

ফিলিস্তিনের গাজায় রেড ক্রিসেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার সদস্যরা নিয়মিত ইসরাইলি হামলায় হতাহত হচ্ছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় সংঘাত শুরু থেকে এখন পর্যন্ত সংস্থাটির ২৬ সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

শনিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, গেল বছরের ৭ অক্টোবরের পর থেকে তাদের প্রায় ১৫ জন কর্মী মানবিক দায়িত্ব পালনের সময় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। সে সময় তারা রেড ক্রিসেন্টের পোশাক পরা ছিলেন। তারপরেও তাদের ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে রোববার (৩১ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার তথ্য দফতর জানিয়েছে, উপত্যকার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে ইসরাইলি বাহিনীর ১৩ দিনের অভিযানে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৩ দিনের অভিযানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

ইসরাইলি বাহিনীর দাবি, হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে।

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এছাড়া গাজার দুর্ভিক্ষ ঠেকাতে আন্তর্জাতিক বিচার আদালতের একটি আদেশের পরও উপত্যকাটিতে ইসরাইলি বর্বরতা অব্যাহত রয়েছে। শনিবারও গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অনেকেই হতাহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ৮২ জন নিহত হয়েছেন। গতকাল ৫০টির বেশি বোমা হামলা করেছে ইসরাইল। এতে বেসামরিক লোকজনের ঘরবাড়ি লক্ষ্যবস্তু বানানো হয়। গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজারের মতো।

আরএস