বিজয় উদযাপন করতে বিজেপি সদর দপ্তরে মোদি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৪, ১২:০৬ এএম

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দৃশ্যমান হয়েছে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালেও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এগিয়ে থাকায় জয় উদযাপন করতে নয়া দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেছেন নরেন্দ্র মোদি। 

এ সময় তার জন্য অপেক্ষায় থাকা হাজার হাজার নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানায়। মোদিও হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজেপির সদর দপ্তরে মোদির সঙ্গে দলের সিনিয়র নেতাকর্মীসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। জয় উদযাপনের ফাঁকে বক্তৃতা দেন মোদি। 

মোদি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছে। এজন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোদি তার বক্তৃতা শুরু করেন ‘জয় জগন্নাথ’ বলে। তিনি তার বক্তৃতায় বলেন, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমে কংগ্রেস ধরাসায়ী হয়েছে। 

মোদি বলেন, গত ১০ বছর ধরে আমরা জনগণকে দারিদ্রতা থেকে বের করে আনার চেষ্টা চালিয়েছি। এই চেষ্টা অব্যাহত থাকবে।

ইএইচ