উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ১২ কোটি টাকার সেতু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ১০:১৯ পিএম

মাত্র কয়েক সেকেন্ডেই ভেঙে গুড়িঁয়ে গেল কংক্রিটের তৈরি সেতু। তাও আবার ঠিক উদ্বোধনের আগেই। মঙ্গলবার ভারতের বিহারের আরারিয়া জেলায় এ ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, বাকরা নদীর উপর ১২ কোটি রুপি ব্যয়ে তৈরি করা হয়েছিল সেতুটি। এর ফলে, সিক্তি এবং কুরসাকান্ত ব্লকের মধ্যে যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু উদ্বোধনের আগেই ভেঙে পড়ল সেতুটি। এই নিয়ে গত এক বছরের মধ্যে বিহারে দ্বিতীয় সেতু ভেঙে পড়ল। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 

বস্তুত, সেতুটি যে ভেঙে পড়তে পারে তা আগেই আঁচ করতে পেরেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেতুটির কাছে নদীর তীরে মোবাইল ক্যামেরা হাতে জড়ো হয়ে গিয়েছিল ভিড়। তাদের ক্যামেরায় সেতুটি ভেঙে পড়ার মুহূর্ত বন্দি হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, সেতুটি একদিকে কাত হয়ে রয়েছে। নীচ দিয়ে দ্রুত বেগে বয়ে চলেছে বাকরা নদী। এক সময়, কাত হয়ে থাকা অংশটি নদীতে পড়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে যায় নদীর স্রোতে। 

ইএইচ