জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১১:২৮ এএম

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স। ৩৯ বছর বয়সী ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচলক ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, ২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন তখন বিভিন্ন সময় তাঁর কঠোর সমালোচনা করেছেন ভ্যান্স। তিনি ট্রাম্পকে রীতিমতো ‘ইডিয়ট’ ও ‘আমেরিকার হিটলার’ বলে মন্তব্য করেছিলেন। তবে এর কয়েক বছর পর নিজের অবস্থান বদলান।

গতকাল সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। এদিন ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয়।

এর আগে ট্রাম্প নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর রানিংমেট হিসেবে ভ্যান্সকে বেছে নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষণার পর রিপাবলিকান জাতীয় সম্মেলনে দলটির প্রতিনিধিরা ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

২০১৬ সালে ভ্যান্সের লেখা ‘হিলবিলি এলিজি’ বইয়ে ট্রাম্পের কড়া সমালোচনা রয়েছে। ভ্যান্স লিখেছিলেন, তিনি ট্রাম্পের লোক নন, ট্রাম্পের মতো ভাবনার মানুষ নন। এমনকি ট্রাম্পকে ‘আমেরিকার হিটলার’ বলেও মন্তব্য করেন তিনি।

তবে ধীরে ধীরে অবস্থান বদলান ভ্যান্স। বর্তমানে ট্রাম্পের অন্যতম আস্থাভাজন তিনি। ২০২২ সালে ট্রাম্পের সমর্থন নিয়ে ওহাইও থেকে নির্বাচন করে সিনেটর হন।

ব্যান্সকে রানিংমেট করার বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, দীর্ঘ আলোচনা ও চিন্তাভাবনার পর জেডি ভ্যান্সকে বেছে নেওয়া হয়েছে। তিনি দরিদ্র ও কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

আরএস