ত্রিপুরার সীমান্তে ৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ১০:৪৯ এএম

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ত্রিপুরা রাজ্য থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ত্রিপুরা পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের সময় তাদের আটক করা হয়।

সোমবার (২৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক পরিতোষ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগরতলার উপকণ্ঠে সীমান্তবর্তী লঙ্কামুরা শহরে পুলিশ ও বিএসএফ অভিযান চালিয়ে সন্দেহভাজন কিছু বাংলাদেশি নাগরিককে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়, আটক পাঁচজনই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এনডিটিভি বলছে, ভারত-বাংলাদেশ সীমান্তে এই অবৈধ চলাচল ও অনুপ্রবেশের সঙ্গে জড়িত আন্তঃসীমান্ত অপরাধীদের চিহ্নিত করতে এবং আটক করতে পুলিশ সন্দেহভাজনদের আগরতলার আদালতে হাজির করে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়।

বিআরইউ