পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৮:৫৯ পিএম

ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাঁচজন ইরানি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

খবরে বলা হয়েছে, হামলাটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে ঘটে। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

নিহতরা বেলুচ সম্প্রদায়ের সদস্য এবং ইরানের প্যারামিলিটারি রেভল্যুশনারি গার্ডের স্বেচ্ছাসেবী বাহিনী বেসিজের অংশ ছিলেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রেভল্যুশনারি গার্ডের বাহিনী তিন সন্ত্রাসীকে হত্যা এবং নয়জনকে গ্রেফতার করেছে। তবে প্রতিবেদনে তাদের গ্রুপের নাম উল্লেখ করা হয়নি।

গত মাসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে চারজনকে হত্যা করে। নিহতদের মধ্যে রেভল্যুশনারি গার্ডের প্রধানও ছিলেন।

তার আগে, গত সেপ্টেম্বর মাসে দুটি পৃথক বন্দুক হামলায় চার সীমান্তরক্ষী নিহত হন। এর মধ্যে একটি হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল-আদল, যারা বেলুচ জাতিগত সংখ্যালঘুদের অধিকারের দাবিতে লড়াই করে।

আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে নিয়মিতই সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্র চোরাকারবারী এবং ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি ইরানের সবচেয়ে কম উন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি এবং সেখানে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম জনগণের ইরানের শিয়া শাসনের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। -সূত্র: এপি

আরএস