এই প্রথম যুক্তরাষ্ট্রে এমপক্স রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ১০:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো এমপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে যে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি পূর্ব আফ্রিকা ভ্রমণ করেছিলেন।

রোববার সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এমপক্সের রোগী শনাক্ত হয়েছে।

ডয়চে ভেলে জানায়, আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন। তিনি উত্তর ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে আলাদা রয়েছেন।

ক্যালিফোর্নিয়া পাবলিক হেলথ ডিপার্টমেন্টের মতে, আক্রান্ত ওই রোগীর উপসর্গগুলি কমতে শুরু করেছে। বর্তমানে তিনি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

ইএইচ