আফগানিস্তানের কুনার প্রদেশের সারকানি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ২টায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নাভা ক্রসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাবুলনাও`র প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাবুলনাও বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে গত ২ জানুয়ারি আফগানিস্তানের খোস্ত প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এ ছাড়া গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানে অন্তত ৫০ জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু ছিল।
পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
বিআরইউ