নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় দুর্ঘটনার পর একটি ট্যাংকার বিস্ফোরণে ঘটনাস্থলে জ্বালানি সংগ্রহ করতে আসা ৭৭ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) উত্তর-মধ্য নাইজার রাজ্যের সুলেজা এলাকায় ট্যাংকারটি উল্টে যায় এবং এর ভেতরে থাকা জ্বালানি ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই এটি বিস্ফোরিত হয়, এতে বেশ কয়েকজন নিহত এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হন।
জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবারের বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলিতে নাইজেরিয়ায় একই রকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং দুর্ঘটনা সাধারণ ঘটনা। প্রায়শই রাস্তাঘাটের খারাপ অবস্থা এবং খারাপ রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
বিআরইউ