নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পৌঁছেছেন। আগামী সোমবার (২০ জানুয়ারি) সেখানেই তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ শেষে সেদিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প।
রোববার (১৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
শনিবার (১৮ জানুয়ারি) ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া এবং ট্রাম্প পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইউএস এয়ার ফোর্সের একটি বিমানে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।সেখান থেকে ট্রাম্প তার পরিবারের সদস্যদের নিয়ে ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে যাবেন। গলফ ক্লাবে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে ট্রাম্পের শপথ গ্রহণ উৎসব শুরু হবে।
শনিবার টেলিফোনে এনবিসি নিউজকে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা রয়েছে। তবে ঠিক কতগুলো আদেশে সই করা হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে সেটি রেকর্ডসংখ্যক হতে পারে’।
ঠিক কতটি নির্বাহী আদেশে সই করা হবে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সংখ্যাটি ১০০ পার করবে কিনা এখনও নিশ্চিত নই, তবে সংখ্যাটি এমনই হতে পারে।
ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করবেন, তার অনেকগুলোই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি বাতিল করতে করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়ন কর্মসূচি খুব দ্রুতই শুরু হবে। তিনি আরও বলেন, ‘কোন কোন শহরে হবে আমি এখনই তা বলতে পারছি না। কারণ, সবকিছু ছড়িয়ে পড়ছে। এবং এটা আমরা বলতে চাই বলেও আমার মনে হয় না। এটা সরাসরি দেখতেই পাবেন।’
সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো ন্যাশনাল মলের সামনে ইউএস ক্যাপিটলের সিঁড়িতে হয়ে থাকে। তবে এবার ওয়াশিংটনে বৈরী আবহাওয়ার কারণে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
বিআরইউ