দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য হোয়াইট হাউস থেকে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প।
তার সঙ্গেই রয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। দুই প্রেসিডেন্টের আলাদা যাওয়ার কথা থাকলেও তারা একসঙ্গে একই গাড়িতে ক্যাপিটল হিলে পৌঁছেছেন।
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় (মার্কিন সময় দুপুর ১২টা) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। তখন সেখানে তাকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প গাড়ি থেকে নামার সময় বাইডেন বলেন, ওয়েলকাম হোম! (বাড়িতে স্বাগতম)। এ সময় সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন।
ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অনেকে।
শপথের পরই ট্রাম্প জাতির উদেশে ভাষণ দেবেন।
ইএইচ