শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:৩২ পিএম

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় সোমবার রাত এগারোটায় (মার্কিন সময় দুপুর ১২টা) ওয়াশিংটনের ইউএস ক্যাপিটল হিলের ইনডোরে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সি এই রিপাবলিকান নেতা।

একই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স।

ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়ালেন তিনি।

এর আগে একই গাড়িতে চড়ে হোয়াইট হাউস থেকে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। দুই প্রেসিডেন্টের আলাদা যাওয়ার কথা থাকলেও তারা একসঙ্গে একই গাড়িতে ক্যাপিটল হিলে যান।

তার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। তখন সেখানে তাকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প গাড়ি থেকে নামার সময় বাইডেন বলেন, ‘ওয়েলকাম হোম!’ (বাড়িতে স্বাগতম)। এ সময় সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন।

ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন— সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা তাদের স্ত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন। তবে মিশেল ওবামা আসবেন না। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটন।

ইএইচ