গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৭ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৪:০৪ পিএম
যুদ্ধবিধ্বস্ত গাজা/ ছবি: এএফপি

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করতে শুরুর করেছে। তবে যে পরিমাণ সহায়তা সেখানে প্রবশে করেছে তা প্রয়োজনের তুলনায় সামান্যই বলা যায়। খবর আল জাজিরার।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গতকাল গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে হামাস মুক্তি দেওয়া হবে এমন তিন জিম্মির নাম প্রকাশ করার পরেই যুদ্ধবিরতি শুরু হয়।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) এই চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় যে, তিনি ইসরায়েলি বাহিনীকে নির্দেশনা দিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য হামাসের কাছ থেকে জিম্মিদের তালিকা পাওয়া আবশ্যক।

এরপরই হামাসের এক কর্মকর্তা জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অধীনে জিম্মিদের একটি তালিকা যে কোনো মুহুর্তে হস্তান্তর করা হবে। তবে গাজায় জটিলতা এবং ইসরায়েলি বোমা হামলার কারণেই যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হচ্ছে।

সে সময় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া কাতারের এক কর্মকর্তা নিশ্চিত করেন যে, জিম্মিদের মধ্যে যাদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার সেনারা।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৭ হাজার ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৯১ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

আরএস