অন্তর্বর্তী প্রেসিডেন্ট শারা

সিরিয়ায় নির্বাচন হতে ৪-৫ বছর সময় লাগবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০১:৩৬ পিএম

সিরিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চার থেকে পাঁচ বছরের মধ্যে সময় লাগবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়া টিভির এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, নির্বাচন আয়োজন করতে চার থেকে পাঁচ বছর প্রয়োজন হতে পারে বলে আমার ধারণা। কারণ, এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দেশে যে বিশাল অবকাঠামো দরকার, তা পুনর্গঠন করতে হবে। আর এই পুনর্গঠনের কাজে সময় প্রয়োজন।

তিনি বলেন, সিরিয়ার কর্তৃপক্ষকে নির্বাচনী তথ্য হালনাগাদ করার জন্য দেশের জনসংখ্যার তথ্য একত্রিত করতে হবে। আর এই বিষয়টি ছাড়া, কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা নিয়ে সন্দেহ থাকবে।

শারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সিরিয়া আন্তর্জাতিক আইন-কানুন জারি করা করা হবে এবং সেসবের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন।

“সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার নেত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে যাবে,” সাক্ষাৎকারে বলেন তিনি। তবে তিনি কোন আন্তর্জাতিক নিয়মাবলী পর্যালোচনা করে তার নির্ধারিত সময়সীমা নির্ধারণ করেছেন তা নির্দিষ্ট করেননি।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে দেশে অন্তর্বর্তীকালীন আইন পরিষদ গঠনের ক্ষমতাপ্রাপ্ত হন আল-শারা। এই সময় সিরিয়ার সংবিধান স্থগিত থাকবে।

জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আল-শারা আরও বলেন, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আলোচনা করার জন্য একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে। এরপর যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন বলে মনে হবে, তারা আমন্ত্রিত হবেন।

সিরিয়ার গুরুত্বপূর্ণ সব সমস্যা নিয়ে আলোচনা হবে ওই সম্মেলনে এবং সেখান থেকেই সাংবিধানিক ঘোষণার চূড়ান্ত ভিত্তি গঠন করা হবে বলে জানিয়েছেন সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট।

বিআরইউ