সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ৪৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৫:১২ পিএম

সুদানে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

রাজধানীর উত্তর-পশ্চিমের ওমদুরমানে সেনাবাহিনীর অন্যতম বৃহত্তম সামরিক হাব ওয়াদি সিদনা বিমান ঘাঁটির কাছে স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আন্তোনভ প্লেনটি বিধ্বস্ত হয়।

সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। ২০২৩ সাল থেকেই দেশটিতে প্যারামিলিটারি র ্যাপিড ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে লড়াই করছে সামরিক বাহিনী। তবে ওই সামরিক প্লেনটি বিধ্বস্তের ঘটনায় আরএসএফ দায়ী কি না তা এখনও নিশ্চিত নয়।

খার্তুমের আঞ্চলিক সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই সেখানে ছুটে যায় জরুরি বিভাগের কর্মীরা। তারা সেখান থেকে এক শিশুসহ বেশ কয়েকজন আহত ব্যক্তিকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেছেন।

আরএস