বেলুচিস্তানে ট্রেন যাত্রীদের উদ্ধারে সেনা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১১:৩০ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনের যাত্রীদের জিম্মি মুক্ত করতে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার জঙ্গিরা রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেনটি থামিয়ে যাত্রীদের জিম্মি করে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জিও টিভি।

হামলার সময় ট্রেনটিতে ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাত্রা করছিল। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে যাতায়াত বন্ধ করে দিয়ে ট্রেনটিকে ঘিরে ফেলে। পাহাড়ি এলাকায় অভিযান চালানোর কারণে উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাকারীরা আফগানিস্তানে তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করছে।

এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ), যারা পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ১৮২ জনকে জিম্মি করেছে এবং পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসতে ও তাদের রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে বলেছে।

তবে পাকিস্তান পুলিশ জানিয়েছে, জঙ্গিদের হাতে ৩৫ জন জিম্মি রয়েছেন, আর ট্রেনের প্রায় ৩৫০ জন যাত্রী নিরাপদে আছেন। ফলে জিম্মিদের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষকে জিম্মি করার মাধ্যমে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

ইএইচ