বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার বিশ্বজুড়ে চরমপন্থা দমন ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার প্রচারিত সাক্ষাৎকারে গ্যাবার্ড বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপীড়ন নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন মন্ত্রিসভার আলোচনা শুরু হয়েছে, তবে এখনও উদ্বেগ পুরোপুরি কাটেনি।
তিনি বলেন, বৈশ্বিক চরমপন্থি গোষ্ঠীগুলো ইসলামি খিলাফতের নামে সহিংস কার্যক্রম চালাচ্ছে, যা অন্যান্য ধর্মের মানুষের জন্য হুমকি সৃষ্টি করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের আদর্শ চিহ্নিত করে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান গ্যাবার্ড।
দিল্লিতে এক আলোচনা সভায় গ্যাবার্ড আরও বলেন, উগ্রপন্থি সংগঠনগুলো সহিংস উপায়ে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। যুক্তরাষ্ট্র এসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
ইএইচ