রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন বছর ধরে চলমান এই সংঘাতের সমাধান খুঁজতে তারা আলোচনা করছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তাদের ফোনালাপ শুরু হয় বলে জানিয়েছে হোয়াইট হাউজের এক কর্মকর্তা। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান, ‘ফোনালাপ চলছে এবং এটি এখনো অব্যাহত রয়েছে।’
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র একই প্রস্তাব রাশিয়ার কাছেও পাঠায়, তবে এখনো রুশ প্রেসিডেন্ট এতে পুরোপুরি সম্মতি দেননি। তবে ট্রাম্প আশাবাদী যে, তার হস্তক্ষেপে পুতিন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেন।
এ প্রসঙ্গে পুতিন গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন, তারা যুদ্ধবিরতির পক্ষে, তবে তা হবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। মূল সমস্যাগুলোর সমাধান নিশ্চিত না হলে অস্থায়ী যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কোনো ফল বয়ে আনবে না বলে তিনি মনে করেন।
ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে রাশিয়ার শর্তের প্রতি কিছুটা নমনীয় মনোভাব দেখা গেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেনের কিছু ভূখণ্ড এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনার সুযোগ থাকতে পারে।
রাশিয়া স্পষ্ট জানিয়েছে, তাদের স্বার্থ সুরক্ষিত হলেই তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে। তিন বছর ধরে চলমান এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা দখল করেছে এবং এগুলোকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করছে।
এই ফোনালাপ সম্পর্কে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডান স্কাভিনোর পোস্টের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ট্রাম্প ও পুতিন অন্তত ৯০ মিনিট ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ইএইচ