সরাসরি সাক্ষাৎকারে চাকরি,মাসিক বেতন ১ লাখ ২৫ হাজার

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৬:৪০ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পায়রা বন্দর কর্তৃপক্ষে আসা জাহাজে পাইলটেজ সেবা দিতে সিনিয়র ইন্ডিভিজ্যুয়াল কনসালট্যান্ট (পাইলট) পদে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে। এই পদে নিয়োগের জন্য আবেদনপত্রসহ সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

পদের নাম: সিনিয়র ইন্ডিভিজ্যুয়াল কনসালট্যান্ট (পাইলট)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কমপক্ষে ক্লাস-১ (ডেক) সনদধারী হতে হব।

বিদেশগামী জাহাজে কমপক্ষে ১৫ বছর চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে চিফ অফিসার হিসেবে কমপক্ষে এক বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১,২৫,০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্রের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ প্রভৃতির মূল সনদ ও এক সেট সত্যায়িত ফটোকপি এবং বিএমডিসি রেজিস্ট্রেশনধারী চিকিৎসকের কাছে থেকে শারীরিক যোগ্যতার প্রত্যয়নপত্রসহ পাঠাতে হবে ঢাকা লিয়াজোঁ অফিসের ঠিকানা: পায়রা বন্দর কর্তৃপক্ষ, ঢাকা লিয়াজোঁ অফিস, আল-আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা-১০০০ এই ঠিকানায়।