বিএনপি নেতা আমির খসরুসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৩:০২ পিএম

রাজধানীর বনানীতে হোটেল সারিনার নকশা ও প্লট জালিয়াতির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সেলিনা আখতার বাদী হয়ে মামলা দায়ের করেন।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫ নম্বর প্লট ক্রয় করেন। সেখানে  নকশা না মেনে উভয় প্লটে ২২তলা ও ২১তলা ভবন নির্মাণ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

টিএইচ