প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৩:১০ পিএম

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দুপুর ২টায় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, প্রধান বিচারপতি শপথ পড়িয়েছেন। আমি বিচার বিভাগে ছিলাম। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ।

অন্য কোন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কথা বলবো না। নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে।

এর আগে সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে সুপ্রিম কোর্ট আসেন সিইসি। এসময় তার সাথে ছিলেন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

মুন্সি মশিয়ার রহমান জানান, সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।

আরএস