আইন অনুযায়ী ড. ইউনূসের বিচার হয়েছে: আইনমন্ত্রী

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাক্ষণবাড়িয়া) প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০১:৫১ পিএম
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহিত

ড. মোহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে মার্কিন ১২ জন সিনেটরদের চিঠির প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে বেশি কিছু বলবো না। তার কারণ হচ্ছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোন প্রভাব পড়ুক সেটা আমি চাই না।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার পদক্ষেপ নিবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

[273230]

সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে— বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন।

নিজ নির্বাচনি এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে সকালে আন্ত:নগর  মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় পৌঁছান আইনমন্ত্রী আনিসুল হক।

এআরএস