সেতু ভবনে হামলা: ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে নুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ১১:৩২ পিএম

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর বনানীর সেতু ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিন রিমান্ড শেষে নুরকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।

অন্যদিকে নুরের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২১ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইএইচ