ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ১১:০৯ এএম

যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন রিমান্ডের এই আদেশ দেন।

এদিকে চকবাজার ও লালবাগ থানার হত্যায় করা হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এরইমধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে। একাধিক মামলায় তিনি আগেও রিমান্ডে ছিলেন।

এর আগে সকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৩ দিন মঞ্জুর করেন আদালত। এদিকে আবার লালবাগ থানার হত্যা মামলায় ৪ ও চকবাজার থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগেও নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় ৮ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে ছিলেন তিনি।

সকালে বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার আবেদন করে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে।

আজ যাত্রাবাড়ী, বংশাল, আদাবর, কোতোয়ালি, শাহবাগ, লালবাগ থানার বিভিন্ন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সোলায়মান সেলিম, জুনায়েদ আহমেদ পলক, দিপু মণি, আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, এবিএম ফজলে করিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মনিরুল ইসলাম, আ স ম ফিরোজ, মশিউর রহমান ও আমীর হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিআরইউ