শীতকালে মাথায় খুশকি নিয়ে অনেকে সমস্যায় পড়েন।মাথার খুশকি আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া।মাথার ত্বকের কোষগুলো যখন ঝরে যেতে থাকে, সেটাই খুশকি।এছাড়া শীতকালে ধুলাবালি থেকে খুশকি হয়ে থাকে।
খুশকি দূর করার কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে আজ আমরা জেনে নিবো। মাথায় খুশকি হলে মূলত মাথায় চুলকানি হয়।আমরা সাধারণত অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে থাকি। কিন্তু এছড়াও খুব সহজে দূর করা যায় মাথার খুশকি।
নিম পাতা : নিম পাতা খুশকি দূর করণে কার্যকর।কয়েকটি নিম পাতা গুঁড়া করে নিন।অলিভ অয়েলের সাথে নিম পাতা গুঁড়া মিশিয়ে মাথায় দিয়ে রাখুন।এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে নিন।
[272816]
পেঁয়াজের রস : চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার বহু পুরেনো।খুশকি দূর করতে পেঁয়াজের রস ভালো কাজে দেয়।পেঁয়াজের রস মাথায় দিয়ে ৩০ মিনিট পর গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। দেখবে খুশকি থেকে মুক্তি মিলবে।
লেবুর রস : লেবুর রস যেমন ত্বকের জন্য উপকার তেমনি করে খুশকি দূর করতেও লেবুর রস কার্যকর।পাঁচ চামচ লেবুর রসের সাথে অরেঞ্জ পিল পাউডার মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে চুলে লাগিয়ে ১০ মিনিট পর গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
এআরএস