আমেরিকা থেকে জাপান যাচ্ছিল একটি ফ্লাইট। আমেরিকার স্যান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন বোয়িং ৭৭৭ জেটলাইনারের ফ্লাইটটি উড্ডয়ন করে, তখনই নিচে পড়ে বিমানের চাকা। সেই চাকা গিয়ে পড়ে বিমানবন্দরের কার পার্কিংয়ের জায়গায়।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই এর একটি চাকা খুলে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
কার পার্কিংয়ের ওই জায়গাটি ব্যবহার করেন বিমানবন্দরের কর্মীরা। সেখানকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ইউনাইটেড এয়ারলাইনস বলছে, চাকা খুলে পড়ে যাওয়ার সময় বিমানটিতে ২৪৯ জন ছিলেন।
কয়েক বছর ধরেই একের পর এক সংকটে পড়ছে বোয়িং। এর মধ্যে সম্প্রতি তাদের একটি বিমানের দরজাই খুলে যায়।