বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযানে আগামী বছরে (২০২৬ সাল) যাচ্ছেন পর্বতারোহী কাজী বিপ্লব (কাজী বাহলুল মজনু বিপ্লব)।
আজ ৯ এপ্রিল এক ঘোষণায় তার এই অভিযানের কথা জানান। সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন তিনি।
নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২৯০২৮ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টে অভিযান নিঃসন্দেহে দুরুহ এক কাজ। কাজী বিপ্লব বলেন, ‘বেশিরভাগ পর্বতারোহীই বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি। বহুদিনের এই স্বপ্ন পূরণে সবাইকে পাশে চাই। কাজী বিপ্লব ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ৭ হাজার মিটার ১টি এবং ৬ হাজার মিটার ১৩টি সহ মোট ১৪টি ক্লাইম্বিং অভিযান এবং ১টি ট্রেকিং অভিযানে অংশ নিয়েছেন।
তিনি বলেন, পর্বতারোহণে প্রতিনিয়ত আমার বাবা-মা সহ ঘরের সবাই, ক্লাবের বন্ধুরা, বন্ধুরা, প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ ছোট বড় সবাই সব সময় সাহস এবং উৎসাহ দিয়ে গেছেন। এখনো দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম ভাইয়ের কথায় উৎসাহ পাই অনেক বেশী।
তিনি আরো বলেন, আমাদের কাছে বড় পাওয়া হলো স্পন্সর। এটি না পেলে পর্বতারোহণ বেশি দিন ধরে রাখা সম্ভব হতোনা। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সকল স্পন্সর আমাদের শুরু থেকে এখন পর্যন্ত অভিযানের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এবারও আশা করবো মাউন্ট এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে পাশে থাকবে স্পনসর প্রতিষ্ঠান। মাউন্ট এভারেস্ট অভিযানের আয়োজক বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
ইএইচ