পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১২:৪৫ পিএম

এ বছর বেগম রোকেয়া দিবসে পদক পাচ্ছেন পাঁচজন বিশিষ্ট নারী। নিজ নিজ ক্ষেত্রে নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ পদক পাচ্ছেন তারা। শুক্রবার (৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে এ পদক প্রদান করবেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা জানান।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, এবছর বেগম রোকেয়া পদকপ্রাপ্ত পাঁচজন বিশিষ্ট নারী ও তাদের অবদানের ক্ষেত্র হল- নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২২ সালে বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন- ফরিদপুর জেলার রহিমা খাতুন। নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় পদক বিজয়ী হলেন চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম।

নারীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক বিজয়ী সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন। নড়াইল জেলার ড. আফরোজা পারভীন সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক পেয়েছেন। পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক বিজয়ী হলেন ঝিনাইদহ জেলার নাসিমা বেগম।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহম্মদ হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো. মহিবুজ্জামান, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

টিএইচ