১০ ডিসেম্বর: ধর্মঘট না ডাকলেও পরিবহন চলবে না

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০১:৩২ পিএম

রাজনীতির ময়দানে এ মুহূর্তে আলোচিত আসন্ন ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের ধর্মঘট থাকাছে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা। তবে ওইদিন ঢাকা মহানগরীতে বিএনপির সমাবেশ আদৌ হবে কিনা, হলে কোথায় হবে, তার ওপর নির্ভর করছে পরিবহনের কৌশল। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার বাস মালিকদের সমিতির কার্যালয়ে এক সভায় ১০ ডিসেম্বর বিষয়ে নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

পরিবহন নেতারা জানান, বিএনপির সমাবেশ উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রবেশপথে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাহারায় থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাস রিজার্ভ করে এলে তা আক্রান্ত হতে পারে। তেমনটি হলে, সমিতি কোনো দায়দায়িত্ব নেবে না। ইতোমধ্যে বাস মালিকদের এ বার্তা দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন মালিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, ধর্মঘটের অন্তত তিন দিন আগে মালিকদের পক্ষ থেকে সমিতিকে চিঠি দিয়ে জানাতে হয়। এই হিসাবে গতকাল বুধবার ছিল শেষ দিন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ধর্মঘটসংক্রান্ত কোনো চিঠি মালিক সমিতির কার্যালয়ে জমা পড়েনি। ফলে আনুষ্ঠানিক ধর্মঘটের আর সুযোগ থাকছে না।  

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘যদি বাস চলাচলের পরিস্থিতি থাকে তবে চলবে, পরিস্থিতি না থাকলে চলবে না। এ বিষয়ে মালিকদের সঙ্গে এখনো আলোচনা হয়নি। রাজধানীতে আমরা বাস ধর্মঘট ডাকব না। ’

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একটি বাস কোম্পানির মালিক বলেন, ‘আমার বাসটি হচ্ছে কাচের ঘর। ঝুঁকি নিয়ে বাস চালানো সম্ভব না। বাসের সামনের গ্লাসের দাম তিন লাখ টাকা। যদি গ্লাসটা ভেঙে ফেলে, তবে এক মাসের আয় দিয়েও তা লাগানো যাবে না। সংগঠন থেকে ধর্মঘট ডাকা হোক বা না হোক, আমার মতো অনেক মালিক ওই দিন রাস্তায় বাস নামাবেন না। ’

ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে কি না জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী শুক্রবার থেকে বাস চলাচল সীমিত করা হবে। শুক্রবার রাত ও শনিবার বাস চলবে কি না সেটা তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘আমার কোম্পানির বাস অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। মূলত যাত্রী না থাকার কারণে এমন সিদ্ধান্ত। অন্য কোম্পানির বাসও বুধবার থেকে কম চালানো হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার যদি প্রতিটি বাসে অন্তত ২৫ জন যাত্রী না পাওয়া যায় তবে বাস চলবে না। আর যদি যাত্রী থাকে তাহলে চলবে। ’

টিএইচ