১০ মাসে বিপিসি’র ৯ হাজার কোটি টাকা লোকসান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৪:৪৬ পিএম

চলতি বছর ফেব্রুয়ারি-নভেম্বর পর্যন্ত জ্বালানি তেল বিক্রিতে প্রায় ৯ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এবিএম আজাদ। ভোলায় তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান এ তথ্য জানান।

এবিএম আজাদ বলেন, ডিজেল ছাড়া বাকি সব ধরনের জ্বালানিতে বিপিসি লাভ করেছে।

উল্লেখ্য, ২০১৪-১৫ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত মুনাফায় ছিল বিপিসি। তবে ২০২১-২২ অর্থবছরে লোকসান গোনে সংস্থাটি। 

এবি