জুমার নামাজ আদায়ে ইজতেমা ময়দানে লাখো মুসল্লি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:১২ পিএম

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (১৩ জানুয়ারি) জুমার নামাজ আদায় করতে সমবেত হয়েছেন লাখো মুসল্লি।

রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি জুমার নামাজে  অংশ নিতে ইজতেমা মাঠে এসে হাজির হয়েছেন।নামাজ শেষে বিশ্ব উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাওলানা জুবায়ের অনুসরারীদের ইজতেমা। সারাদেশ থেকে আসা মুসল্লিদের পদচারণে গমগম করছে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা।

ফজরের নামাজ শেষে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। দুপুর দেড়টায় জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। সকাল ৯টা। টঙ্গীর তুরাগতীরে যত দূর চোখ যায়, শুধু মানুষ।

সড়ক-মহাসড়কে দল বেঁধে হাঁটছেন মুসল্লিরা। কারও মাথায়, কারও কাঁধে, আবার কারও হাতে একাধিক ব্যাগ।

সকালের কনকনে শীত উপেক্ষা করে ছুটছেন তুরাগতীরের মাঠের দিকে। মানুষের এ ঢল তাবলিগের সবচেয়ে বড় জামাত বিশ্ব ইজতেমাকে ঘিরে।

এআরএস