রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল। বাণিজ্যিক চলাচল শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী ভ্রমণ করেছেন।
যাত্রী পরিবহন বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।
ঢাকায় প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি জানান, আগামী ২ ফেব্রুয়ারি দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের ভৌত কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
গত বছরের ২৮ ডিসেম্বরের উত্তরা-মতিঝিল মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরদিন থেকে শুরু হয় যাত্রী পরিবহন।
বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। এরপর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এর মধ্যে চারদিন সাপ্তাহিক বন্ধ ছিল।
এআরএস