ফ্রডের কবলে পড়ে লাখ টাকা খোয়ালেন বলিউড অভিনেত্রী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৮:৫৮ পিএম

নব্বই দশকের বলিউড অভিনেত্রী নাগমা। কেওয়াইসি ফ্রডের কবলে পড়ে এই টাকা খুইয়েছেন ‘বাঘী’ খ্যাত এই অভিনেত্রী। এক দুই টাকা নয়, এক ক্লিকে লাখ টাকা খোয়ালেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘মঙ্গলবার ২৮ ফ্রেবুয়ারি ৯৯ হাজার ৯৯৮ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৮ হাজার টাকার বেশি) হারিয়েছেন অভিনেত্রী নাগমা। প্রথমে এ অভিনেত্রী তার মুঠোফোনে একটি এসএমএস পান; সেই মেসেজে ছিল লিংক। ওই লিংকে ক্লিক করার পর নাগমা তার ফোনে একটি কল পান।’

ফোনে এক ব্যক্তি নাগমাকে বলেন, ‘ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে আপনার সহযোগিতা চাই। এর মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ চলে যায় ওই ব্যক্তির হাতে। পরে ওই ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট তৈরি করেন। তারপর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় এই অর্থ।’

৪৮ বছর বয়সী নাগমা বলেন, ‘একের পর এক ওটিপির মেসেজ পাওয়ার পর বুঝতে পারি কম করে ২০ বার চেষ্টার পর টাকা সরাতে সফল হয়েছেন ওই ব্যক্তি। তবে খুব বেশি টাকা যে হারাতে হয়নি এটাই স্বস্তির।’

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সম্প্রতি এই কেওয়াইসি ফ্রডের কবলে পড়েছেন প্রায় ৮০ জন। তারা সবাই একই বেসরকারি ব্যাংকের গ্রাহক। সব মিলিয়ে খোয়া গেছে কয়েক লাখ টাকা। দিন কয়েক আগে একই প্রতারণার শিকার হন অভিনেত্রী শ্বেতা মেননও। এ ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এবি