পূর্বধলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৩:৪৬ পিএম

নেত্রকোনার পূর্বধলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই, মাসকান্দা, লক্ষিপুর, উলুকান্দা, হাপানিয়া ও প্রতাবপুর গ্রামের ৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।  বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও ১টি করে কম্বল।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা।  এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা এর  উপ-পরিচালক মো. নূরুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমান ইতোমধ্যেই নিরুপন করা হয়েছে।  এর মধ্যে উপজেলার খলিশাউড়, নারান্দিয়া ও গোহালাকান্দা ইউনিয়নের ৩০টি গ্রামের ৫হাজার কৃষকের ৭ হেক্টর বোরো ফসল ও ১শ’৫০জন কৃষকের ২০ হেক্টর সবজি ফসলের ক্ষতি হয়েছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে তালিকা প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স বলেন, তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হলেও আরও ৫টন চাল বরাদ্ধ চেয়েছি। প্রাপ্তি সাপেক্ষে বিতরণ অব্যাহত থাকবে। তা ছাড়া ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন বিতরণের জন্যও বরাদ্ধ চাওয়া হয়েছে।

উল্লেখ্য গত বুধবার (২৯ মার্চ) সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে ঝড় ও শিলা বৃষ্টিতে কাচা ঘরবাড়ি ও গাছপালাসহ  উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছিল।

আরএস