ঈদের অগ্রিম বাস টিকিট বিক্রি ৭ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৯:০২ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।

বুধবার (৫ এপ্রিল) বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি বলেন, আমরা বাস মালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওইদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাস কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাস ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে তাই এবার বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

আরএস